সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
খুলনায় আওয়ামী লীগ নেতা খুন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার শিরোমণিতে আওয়ামী লীগ নেতা শেখ আনছার উদ্দিন হত্যাকান্ডের দুই দিন পর গতকাল খানজাহান আলী থানায় মামলা হয়েছে। মামলায় দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান পাভেল গাজীসহ ৩১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারনামীয় আসামি ২৩ ও অজ্ঞাত ৭-৮ জন। হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। মামলার বাদী নিহতের ছেলে তানভীর শেখ। নিহত আনছার উদ্দিন বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক এবং বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। গতকাল ভোরে দিঘলিয়ার বারাকপুর থেকে গাজী ফরহাদ (৫৫), মাহাবুব (৩৯) নামে এজাহারভুক্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে স্থানীয় নির্বাচনসহ এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে। পুলিশ হত্যার ঘটনাস্থলে সব সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে। উল্লেখ্য, ২৪ মার্চ জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে খানজাহান আলী থানার শিরোমণিতে লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তদের গুলিতে আনছার উদ্দিন নিহত হন। তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এর মধ্যে তিনটি গুলি তার বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলেই মারা যান। আনছার উদ্দিন বারাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার আসামি ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর