শিরোনাম
সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলে সরকার সমর্থিত দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এই সংঘর্ষ হয়েছে। আহতরা হলেন- মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাজু মোল্লা, একই বিভাগের হাবিবুল্লাহ মিলন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাত হাসান। তারা শেরেবাংলা হলের ২০০৭ ও ২০০৯ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ২০০৬ নম্বর কক্ষে ও পরে টিভি রুমে মারামারির ঘটনা ঘটে। এতে আহত তিনজনকে উদ্ধার করে রাতেই শেরেবাংলা মেডিকেলে নিয়ে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে রাজু মোল্লার অবস্থা গুরুতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর