বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলে সরকার সমর্থিত দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এই সংঘর্ষ হয়েছে। আহতরা হলেন- মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাজু মোল্লা, একই বিভাগের হাবিবুল্লাহ মিলন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাত হাসান। তারা শেরেবাংলা হলের ২০০৭ ও ২০০৯ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ২০০৬ নম্বর কক্ষে ও পরে টিভি রুমে মারামারির ঘটনা ঘটে। এতে আহত তিনজনকে উদ্ধার করে রাতেই শেরেবাংলা মেডিকেলে নিয়ে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে রাজু মোল্লার অবস্থা গুরুতর।