রাজধানীর হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের হামলায় এক স্কুলছাত্রসহ তিন কিশোর আহত হয়েছে। আহতরা হচ্ছে- মো. রাতুল (১৪) অষ্টম শ্রেণির শিক্ষার্থী, জাহিদ (১৬) গার্মেন্টস কর্মী ও মো. সুমন (১৭)।
আহতদের মধ্যে দুজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন, আরেকজন সুমন স্থানীয় হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, আহতদের বাসা মগবাজার-সংলগ্ন গাবতলা এলাকায়। তারা ইফতারির পর বাইরে বের হয়েছিলেন, পরে ১০/১২ জন কিশোর তাদের ডেকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে তাদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায়। আহত জাহিদ জানান, ইফতারির পর হাতিরঝিলে তারা দাঁড়িয়ে ছিল, সে সময়ে ১০/১২ জন এসে ডেকে নিয়ে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে তার কাছ থেকে মোবাইল সেট নিয়ে যায় এবং যার কাছে যা পেয়েছে তাই নিয়ে গেছে।