বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

থমকে আছে কিডনি চিকিৎসা

ছয় মাসেও চিকিৎসা উপকরণ আসেনি রমেক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

থমকে আছে কিডনি চিকিৎসা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস বিভাগে রোগীদের সব ধরনের চিকিৎসার উপকরণ কিনতে হচ্ছে বাইরে থেকে। ফলে রোগীদের আর্থিক খরচের পাশাপাশি চিকিৎসায় ভোগান্তি বাড়ছে। অনেকে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। প্রায় ৬ মাস ধরে কিডনি বিভাগে চিকিৎসার উপকরণ নেই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, খুব দ্রুতই এসব সমস্যার সমাধান হবে। জানা গেছে, রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলার দুই শতাধিক কিডনি রোগী এ হাসপাতালে চিকিৎসা নেন। তারা অগ্রিম টাকা জমা দিয়ে তালিকাভুক্ত হয়েছেন। তাদের প্রতি সপ্তাহে অন্তত চার দিন ডায়ালাইসিস করার জন্য আসতে হয়। এ ছাড়াও নতুন রোগী তো আছেই। কিছুুদিন আগে ২৮টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে ৯টিই বিকল হয়ে যায়। পরবর্তীতে এসব ঠিক করা হলেও চিকিৎসার উপকরণ কিনতে হিমশিম খাচ্ছে রোগীর স্বজনরা। রোগীদের অভিযোগ, এ বিভাগের রোগীদের স্যালাইন, সুঁইসহ অন্যান্য ওষুধ পথ্য সব জিনিস বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে ডায়ালাইসিসের ব্যয় হচ্ছে ৩ হাজার টাকার মতো। ফলে সরকারি হাসপাতাল হিসেবে যে সব সেবা পাওয়ার কথা তারা তা পাচ্ছেন না। জানা গেছে, একজন কিডনি রোগী টাকা জমা দিয়ে সপ্তাহে দুই দিন করে ৪৮ বার ডায়ালাইসিস করাতে পারেন। এটি রোগীদের প্যাকেজ সুবিধা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যাদের দুটি কিডনি বিকল, একমাত্র তাদের সপ্তাহে দুবার ডায়ালাইসিস করানো হয়। আগে সব ধরনের উপকরণ হাসপাতাল থেকে সরবরাহ করা হতো। প্রায় ৬ মাস ধরে প্রত্যেক রোগীকে ডায়ালাইসিসের সব উপকরণ বাইরে থেকে কিনতে হচ্ছে। তবে ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিসক ও নার্সরা জানিয়েছেন, উপকরণ সংকটের বিষয়টি একাধিকবার লিখিত ভাবে জানানো হলেও কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না। রোগীর স্বজন রেজাউল করিম জীবন বলেন, তিনি তার বাবার ডায়ালাইসিস করাচ্ছেন। হাসপাতালে শুধু বেড এবং মেশিন রয়েছে। স্যালাইন সেট, ব্লাড লাইন, ব্লাড সেল, ডায়ালাইজার, পানি, গ্লোভস, সিরিঞ্জসহ অনেক কিছুই বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে কয়েক হাজার টাকা খরচ হচ্ছে। এ অবস্থা মাসের পর মাস চললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আ ম আখতারুজ্জামান বলেন, উপকরণ কেনার টেন্ডার হয়েছে। ঢাকা থেকে অনুমতি পেলেই উপকরণ চলে আসবে।

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর