শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা

শেষ হলো সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শেষ হলো সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিন মিলনায়তনে তিনটি নাটকের মঞ্চায়ন ও লবির উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে সপ্তাহব্যাপী পদাতিকের ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২২-২৩’। সমাপনী সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রাচ্যনাট মঞ্চায়ন করে ‘অচলায়তন, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্যসেন’ ও স্টুডিও থিয়েটারে ছিল বটতলার নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’।

নাট্যকর্মীদের মানববন্ধন : শিল্পকলা একাডেমির বিভিন্ন মিলনায়তনে লাইট ও সাউন্ড সরঞ্জামের অপ্রতুলতা, হল ও মহড়াকক্ষ বরাদ্দে অনিয়ম এবং নাটক চলাকালে মাঠে মাইক ব্যবহারের প্রতিবাদে সোচ্চার হয়েছেন নাট্যকর্মীরা। গতকাল বিকালে একাডেমির জাতীয় নাট্যশালার সামনে তারা প্রতিবাদী মানববন্ধন করেন।

নজরুল পুরস্কার : বাংলা একাডেমি প্রবর্তিত নজরুল পুরস্কার ২০২৩ পাচ্ছেন নজরুল সংগীতের খ্যাতিমান শিল্পী শাহীন সামাদ। নজরুলসংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এবারের নজরুল পুরস্কার প্রদান করা হচ্ছে।

সর্বশেষ খবর