দুর্নীতি দমন কমিশন-দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, দুদক কোনো শ্রেণি-পেশার মানুষকে টার্গেট করে তদন্ত করে না। দুদক সব ধরনের এমনকি সাধারণ মানুষের অবৈধ উপার্জনের বিষয়েও তদন্ত করে থাকে। গতকাল চট্টগ্রাম বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটরিয়াম চত্বরে দুদক আয়োজিত সততা সংঘের সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সততা সংঘের পরামর্শক মোস্তফা হাসান মজুমদার ও স্বাগত বক্তব্য রাখেন দুদকের পরিচালক মাহমুদ হাসান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. শহীদুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ, দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী।