ভোলার মেঘনা নদীতে চলছে ইলিশের আকাল। অথচ এ সময় প্রচুর ইলিশ ধরা পড়ার কথা। কিন্তু বেশির ভাগ জেলেই নদী থেকে খালি হাতে ফিরছেন। দু-চারটি যা পাওয়া যাচ্ছে তা বিক্রি করে খরচের টাকা উঠছে না। ফলে ভোলার জেলেপল্লীগুলোয় চলছে হাহাকার। তবে মৎস্য বিভাগ বলছে, কিছুদিনের মধ্যে নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাবে। স্থানীয় জেলেরা জানান, প্রজনন মৌসুম হওয়ায় গত মাসে ২২ দিন নদীতে ইলিশ ধরা বন্ধ ছিল। ধারদেনা করে সংসার চালিয়েছেন তারা। আশা ছিল ২ নভেম্বর নিষেধাজ্ঞা উঠে যাবে। জেলেরা নদীতে যাবেন। প্রচুর মাছ পাবেন আর তাতে দেনা শোধ করবেন। কিন্তু নদী থেকে খালি হাতে ফিরছেন তারা। নাছির মাঝি ঘাটের মাছ ব্যবসায়ী আহসান কবির লিটন জানান, গত বছর এ সময় পর্যন্ত মাছ পেয়েছিলেন। এবারও আশা ছিল অনেক মাছ মাওয়া যাবে। নদীতে কাক্সিক্ষত মাছ নেই। জেলেদের মতো মাছ ব্যবসায়ীরাও এখন হতাশায় দিন কাটাচ্ছেন। তুলাতলি মাছঘাটের জেলে সফিউল্লাহ জানান, ১০ জন ভাগীদার নিয়ে নদীতে গিয়েছিলেন। ট্রলারের তেলসহ খরচ হয়েছে প্রায় ৩ হাজার টাকা। অথচ মাছ পেয়েছেন মাত্র ২ হাজার ২০০ টাকার। মেঘনাপাড়ের মাছঘাটগুলোয় খবর নিয়ে একই চিত্র পাওয়া গেছে। তাই জেলেদের চোখেমুখে এখন দুশ্চিন্তা আর হতাশার ছাপ। নদীতে মাছ না থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম বিপাকে রয়েছেন। কীভাবে ঋণের টাকা শোধ করবেন সেই দুশ্চিন্তায় রয়েছেন ভোলার ২ লক্ষাধিক জেলে। ভোলার মেঘনা নদীর ইলিশা মাছঘাটে দেখা যায়, আড়তদাররা ইলিশের আশায় বসে আছেন। ঘাটে একের পর এক জেলেনৌকা ভিড়ছে। জেলেরা ঝুড়িতে যে মাছ বিক্রির জন্য নিয়ে আসছেন তার অধিকাংশ ছোট সাইজের ইলিশ ও অন্য মাছ। বড় সাউজের ইলিশের সংখ্যা কম। ইলিশের সংকটে জেলেদের পাশাপাশি আড়তদাররাও রয়েছেন বিপাকে। এদিকে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম জানান, অভিযানের পর সাগরমোহনায় তুলনামূলক বেশি ইলিশ পাওয়া যাচ্ছে। কিছুদিনের মধ্যে নদীতেও প্রচুর ইলিশ পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, গত বছর ভোলায় ইলিশ আহরণ হয়েছিল ১ লাখ ৭৮ হাজার মেট্রিক টন। এ বছর লক্ষ্যমাত্রা ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন।
শিরোনাম
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
ইলিশের আকাল ভোলায়
ভোলা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর