ভোলার মেঘনা নদীতে চলছে ইলিশের আকাল। অথচ এ সময় প্রচুর ইলিশ ধরা পড়ার কথা। কিন্তু বেশির ভাগ জেলেই নদী থেকে খালি হাতে ফিরছেন। দু-চারটি যা পাওয়া যাচ্ছে তা বিক্রি করে খরচের টাকা উঠছে না। ফলে ভোলার জেলেপল্লীগুলোয় চলছে হাহাকার। তবে মৎস্য বিভাগ বলছে, কিছুদিনের মধ্যে নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাবে। স্থানীয় জেলেরা জানান, প্রজনন মৌসুম হওয়ায় গত মাসে ২২ দিন নদীতে ইলিশ ধরা বন্ধ ছিল। ধারদেনা করে সংসার চালিয়েছেন তারা। আশা ছিল ২ নভেম্বর নিষেধাজ্ঞা উঠে যাবে। জেলেরা নদীতে যাবেন। প্রচুর মাছ পাবেন আর তাতে দেনা শোধ করবেন। কিন্তু নদী থেকে খালি হাতে ফিরছেন তারা। নাছির মাঝি ঘাটের মাছ ব্যবসায়ী আহসান কবির লিটন জানান, গত বছর এ সময় পর্যন্ত মাছ পেয়েছিলেন। এবারও আশা ছিল অনেক মাছ মাওয়া যাবে। নদীতে কাক্সিক্ষত মাছ নেই। জেলেদের মতো মাছ ব্যবসায়ীরাও এখন হতাশায় দিন কাটাচ্ছেন। তুলাতলি মাছঘাটের জেলে সফিউল্লাহ জানান, ১০ জন ভাগীদার নিয়ে নদীতে গিয়েছিলেন। ট্রলারের তেলসহ খরচ হয়েছে প্রায় ৩ হাজার টাকা। অথচ মাছ পেয়েছেন মাত্র ২ হাজার ২০০ টাকার। মেঘনাপাড়ের মাছঘাটগুলোয় খবর নিয়ে একই চিত্র পাওয়া গেছে। তাই জেলেদের চোখেমুখে এখন দুশ্চিন্তা আর হতাশার ছাপ। নদীতে মাছ না থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম বিপাকে রয়েছেন। কীভাবে ঋণের টাকা শোধ করবেন সেই দুশ্চিন্তায় রয়েছেন ভোলার ২ লক্ষাধিক জেলে। ভোলার মেঘনা নদীর ইলিশা মাছঘাটে দেখা যায়, আড়তদাররা ইলিশের আশায় বসে আছেন। ঘাটে একের পর এক জেলেনৌকা ভিড়ছে। জেলেরা ঝুড়িতে যে মাছ বিক্রির জন্য নিয়ে আসছেন তার অধিকাংশ ছোট সাইজের ইলিশ ও অন্য মাছ। বড় সাউজের ইলিশের সংখ্যা কম। ইলিশের সংকটে জেলেদের পাশাপাশি আড়তদাররাও রয়েছেন বিপাকে। এদিকে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম জানান, অভিযানের পর সাগরমোহনায় তুলনামূলক বেশি ইলিশ পাওয়া যাচ্ছে। কিছুদিনের মধ্যে নদীতেও প্রচুর ইলিশ পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, গত বছর ভোলায় ইলিশ আহরণ হয়েছিল ১ লাখ ৭৮ হাজার মেট্রিক টন। এ বছর লক্ষ্যমাত্রা ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন।
শিরোনাম
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
ইলিশের আকাল ভোলায়
ভোলা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর