মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

১০ খুদে হাফেজ পেল ইয়েস কার্ড

ফরিদপুরে ‘কুরআনের নূর’ অডিশন

ফরিদপুর প্রতিনিধি

১০ খুদে হাফেজ পেল ইয়েস কার্ড

খুদে হাফেজদের প্রাণবন্ত উপস্থিতিতে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪-এর ফরিদপুর বিভাগের প্রথম অডিশন শেষ হয়েছে। ১০ জন বাছাইয়ের চূড়ান্ত পর্বের জন্য ৫০ জনকে হলুদ কার্ড দেওয়া হয়। পরে তাদের মধ্য থেকে বাছাই করে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ১০ জনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়। ইয়েস কার্ড পাওয়া ১০ জন জাতীয়ভাবে অংশ নেবে। এর আগে সকালে অডিশনে ফরিদপুর বিভাগের ৬৯০ জন কুরআনের পাখি রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেয়। সেখান থেকে ৫০ জনকে বাছাই করা হয়। সকাল ৯টায় ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’ শিরোনামে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইসলামিক শরিয়াহ রিসার্চ সেন্টার চত্বরে প্রতিযোগিতা শুরু হয়। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী থেকে আসা প্রতিযোগীরা সকাল সাড়ে ৮টা থেকে সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে কুরআনের পাখিদের সর্ববৃহৎ মিলনমেলা আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ ‘কুরআনের নূর’-এর ফরিদপুর বিভাগের এ অডিশনের প্রথম পর্ব শেষ হয় দুপুর ১টায়। বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী, ঢাকা টিপটপ জামে মসজিদের খতিব মাওলানা আরিফুদ্দিন মারুফ, হাফেজ কারি হাসান, হাফেজ কারি মহসিন, হাফেজ মো. হেদায়েত উল্লাহ, হাফেজ আবু নাঈম, হাফেজ মো. তাউহিদুজ্জামান, হাফেজ মো. ওমর ফারুক, হাফেজ মেজবাউদ্দিন, হাফেজ বেলাল হোসাইন, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন, ডেইলি সান, বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম ও ক্যাপিটাল এফএম। ফরিদপুর অডিশন বিভাগের সমন্বয়ক হাফেজ মাওলানা রাকিব হাসান উচমানী বলেন, ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় চারটি বুথে ফরিদপুরে ৬৯০ জন অনূর্ধ্ব-১৬ বছর বয়সী হাফেজ এ অডিশনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নিয়েছে। প্রথম পর্বে প্রতিযোগিতা দুপুর ১টায় শেষ হয়। ৫০ জনকে দ্বিতীয় অডিশনের জন্য বাছাই করে হলুদ কার্ড দেওয়া হয়। সন্ধ্যায় চূড়ান্ত অডিশনে ৫০ জনের মধ্য থেকে ১০ জনকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর