শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সুষ্ঠু ভোটের শঙ্কা দূর করতে হবে ইসিকে

প্রগতিশীল ইসলামী জোট

নিজস্ব প্রতিবেদক

প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, ৭ জানুয়ারি সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কি না এ নিয়ে জনমনে এখনো আশঙ্কা রয়েছে। নির্বাচন কমিশনকে জনমনের এই ভয় দূর করতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় এ কথা বলেন সাবেক এ সংসদ সদস্য। এম এ আউয়াল বলেন, মানুষ বলছে, এবারের ভোটেও গত দুবারের মতো অনিয়ম হবে। রাজপথে বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বাচনবিরোধী কর্মসূচি চলছে। এ অবস্থায় নিরাপদে ভোট দেওয়া যাবে কি না এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এম এ আউয়াল আরও বলেন, লক্ষ্মীপুর-১ আসনের নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খানের প্রকাশ্যে টাকা বিতরণের ভিডিও ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন এগুলো কঠোরভাবে ব্যবস্থা না নিলে দেশ-বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে। নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভোটের আশঙ্কা দূর করতে হবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর