কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি জাহিদ হোসেনকে (২৪) রাজধানীর কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল দুপুরে এটিইউর পুলিশ সুপার (মিডিয়া ও অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৫টায় কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ব্যবসায়ী হামিদুল হত্যা মামলায় কারাগার থেকে পালানো আসামি জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, জাহিদ হোসেন হাই কোর্টের সামনে খুন হওয়া ডিশ ব্যবসায়ী হামিদুল হত্যা মামলার অন্যতম আসামি। ২০২১ সালের ২৩ জানুয়ারি রাতে হাই কোর্টের সামনে কদম ফোয়ারার কাছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ৫৫ বছর বয়সি হামিদুল ইসলাম। তিনি জাসদের শাহবাগ থানার সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সমবায়বিষয়ক সম্পাদক ছিলেন।