রাজধানীর পল্লবীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ সাতজনের মধ্যে মোহাম্মদ (১০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। গতকাল ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় দগ্ধ নিহত মোহাম্মদের বাবা-মাও মারা যান। জানা গেছে, মোহাম্মদ মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মৃত খলিলের ছেলে। তিন ভাইয়ের মধ্যে মোহাম্মদ ছিল দ্বিতীয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, মোহাম্মদের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়। গত ২৫ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার বাবা আবদুল খলিল মারা যান। গত ২৯ নভেম্বর রাতে মা রুমা আক্তার মারা যান।
গত ২৩ নভেম্বর রাত ২টায় পল্লবীর একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনসহ সাতজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আবদুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার (৩২) ও তার ছেলে মোহাম্মদ (১০) মারা যান। এখনো চিকিৎসাধীন রয়েছে নিহত খলিলের দুই ছেলে আবদুল্লাহ (১৩) ও ইসমাইল (৪)। একই বাসার ভাড়াটিয়া স্বামী-স্ত্রী গার্মেন্টকর্মী স্বপ্না (২৫) ও শাহজাহান (৩৫) চিকিৎসাধীন আছেন।