চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের ঘটনায় কোতোয়ালি থানার দুই মামলায় গ্রেপ্তারকৃত ১২ আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। গতকাল সকালে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে ২ ডিসেম্বর পুলিশের ওপর হামলার মামলায় আট আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি রিয়াদ উদ্দীন বলেন, পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের দুই মামলায় জিজ্ঞাসাবাদ করতে ১২ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
আদালত আসামিদের উপস্থিতি শুনানি শেষে প্রত্যেকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত একটি মামলায় ১০ জন আসামি ও আরেকটি মামলায় দুজন আসামির রিমান্ড মঞ্জুর হয়। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
আরও এক মামলায় সাবেক কাউন্সিলরসহ ৭৯ আসামি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন খুলশী থানা এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ চৌধুরী। মামলায় সাবেক কাউন্সিলর জহুর লাল হাজারীসহ ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, আইনজীবী নিহতের ঘটনায় আরও একটি মামলা হয়েছে।