সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে পাকিস্তানের করাচি জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দরে। গতকাল ভোরে বিমানের একজন নারী যাত্রী অসুুস্থ হয়ে পড়লে জরুরি অবতরণ করে বিমান। পরে ওই নারী যাত্রী ও তার বাচ্চাকে করাচিতে রেখেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আসে বিমান। শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৩৬। কিছুক্ষণ পর ফারজানা নামে এক নারী যাত্রী অসুস্থ হয়ে পড়েন। ফলে করাচিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ফ্লাইট।
প্রায় চার ঘণ্টা পর ওই নারী এবং তার বাচ্চাকে রেখেই চট্টগ্রামের উদ্দেশে রওনা করে বিমান। দুপুর ১টার দিকে বিমানটি শাহ আমানতে অবতরণ করে।