‘তুই জীবনের শেষ খাওয়া খেয়ে নে। তুই বাড়ি থেকে বের হলে তোর মৃত্যু নিশ্চিত।’ চিরকুটে এমন কথা লিখে ইসলামি বক্তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ইসলামি বক্তা হাফেজ মাওলানা মো. মোস্তাকিম বিল্লাহ (২৭)। রাজশাহীর মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের পরিজুনপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আবদুর রশিদের ছেলে। তবে তিনি রাজশাহী নগরীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তার বাবা-মা গ্রামের বাসায় থাকেন।
জিডিতে মোস্তাকিম বিল্লাহ উল্লেখ করেছেন, ‘আমি একজন ব্যবসায়ী এবং আলেম। আমি সারা দেশে ওয়াজ মাহফিলে বক্তব্য দেই। আমি রাজশাহীতে (নগরীতে) বাসা ভাড়া নিয়ে থাকি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আমার মা আমাকে ফোন দিয়ে জানায়, কে বা কারা আমার বাড়ির মেইন গেটের ওয়ালে কম্পিউটার প্রিন্ট করা কিছু কাগজে আমার নাম দিয়ে অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকির কথা লিখে দেওয়ালে আঠা দিয়ে লাগিয়েছে। আমি বাড়িতে এসে উক্ত কাগজ দেখতে পাই।’
মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।