চট্টগ্রামের বইমেলায় আশানুরূপ দর্শক-পাঠক-লেখকের উপস্থিতি ছিল লক্ষণীয়। এটা নিয়ে প্রকাশক-আয়োজকদের মধ্যে আশার আলো সঞ্চারিত হয়। কিন্তু উপস্থিত পাঠক-দর্শকের বিপরীতে বই বিক্রির অবস্থাটা ব্যাপক হতাশাজনক। অনেক প্রকাশকই বই বিক্রি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ফলে এবারের বইমেলা নিয়ে চট্টগ্রামের প্রকাশকদের মধ্যে আশা-নিরাশার দোলাচল ভর করেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এবং চট্টগাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় নগরের জিমনেসিয়াম মাঠে গত ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়। তবে গত ২৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও দুই দিন বাড়িয়ে গতকাল মেলা শেষ হয়। জানা যায়, এবার চট্টগ্রামের ৭৩টি প্রকাশনী সংস্থা থেকে বিষয়-বৈচিত্র্যের প্রায় ৪ হাজার নতুন বই বের হয়েছে। প্রায় ১ লাখ বর্গফুটের মাঠজুড়ে ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের স্টল ৭৪টি ও ঢাকার ৪৪টি। একাধিক প্রকাশনা সংস্থার সঙ্গে কথা বলে জানা যায়, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে মেলায়। করোনার আগে-পরের বছরেও এত খারাপ অবস্থা হয়নি। এবার অনেক দর্শক-পাঠক মেলায় এসেছেন। কিন্তু বই কিনছেন খুবই কম সংখ্যক দর্শক। বলা যায়, বইমেলায় আগত দর্শকদের মধ্যে মাত্র ১০ শতাংশই বই কিনছেন। চট্টগ্রামের প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী জামাল উদ্দিন বলেন, নানা কারণে এবার মেলায় বই বিক্রি কমই হয়েছে। আমি নিজেও লোকসান মাথায় নিয়ে মেলা শেষ করছি। আমার অন্তত ৩ লাখ টাকা লোকসান হবে। অধিকাংশ প্রকাশকেরই এমন অবস্থা। শিশু প্রকাশ প্রকাশনীর স্বত্বাধিকারী আরিফ রায়হান বলেন, বইমেলাকে কেন্দ্র করে অনেক বই প্রকাশ করা হয়। কিন্তু এবার আশানুরূপ বিক্রি হয়নি। তবে আমরা আশা করছি, আগামীতে আরও সমৃদ্ধ মেলা হবে। বাড়বে বিকিনিকি। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু বলেন, মেলায় প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসেন। কিন্তু দর্শকের তুলনায় বই বিক্রি কম ছিল। তবুও আমরা হতাশ নই। এবার সবাই মিলে প্রায় ২ কোটি টাকার বই বিক্রি করেছেন বলে মনে করি।
শিরোনাম
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির