প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারে নির্বাচন কমিশনের উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে কানাডাভিত্তিক অলাভজনক সংগঠন ‘অপজিশন ইন্টারন্যাশনাল’ এর প্রতিনিধিদল। প্রবাসে ইসির ভোটার নিবন্ধন কাজে ও ভোটাধিকারের বিষয়ে নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে ব্যাপক প্রচারে ভূমিকা রাখতে আগ্রহও দেখিয়েছে সংস্থাটি। গতকাল বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে অপজিশন ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ওয়েন লিপার্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বৈঠক শেষে ওয়েন লিপার্ট জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও ভোটাধিকারের বিষয়ে সহায়তা করতে তারা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইসি এ নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সিইসি। সার্বিক তথ্য জেনে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রতিনিধিরা জানান, প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে নতুন বাংলাদেশ গঠনে অংশ নেওয়ার। বিশেষ করে যারা গত জুলাইয়ের অভ্যুত্থানে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে প্রতিরোধ দেখিয়েছিল এবং পরে তা আবার চালু করেছিল। তাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে আমরা একত্রিত হয়েছি। বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাদের আশঙ্কা ছিল, তারা ভোটাধিকার থেকে বাদ পড়তে যাচ্ছেন। সেই উদ্বেগ থেকেই আজকের বৈঠক।
বৈঠকে প্রবাসীদের জন্য একটি ডিজিটাল আউটরিচ পোর্টাল, সহজ ভাষায় তথ্য সরবরাহ, রেজিস্ট্রেশন সহায়তা ও দূতাবাসসমূহে তথ্য কেন্দ্র স্থাপনের মতো কিছু আলোচনাও হয়েছে। তারা বলেন, আমরা এমন একটি মেগাফোন হতে চাই, যার মাধ্যমে প্রবাসীদের কাছে ইসির বার্তা পৌঁছায়। অনেক সময় তথ্য ঘাটতির কারণে তারা প্রক্রিয়ার বাইরে থেকে যান। সেই জায়গায় সচেতনতা বাড়ানোই আমাদের লক্ষ্য। উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব ইসির, তাদের কাজ হবে প্রচার ও বার্তা পৌঁছে দেওয়ায় সহায়তা করা।