বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কীসের অধিকার? আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলব, আবার তাদের প্রতি নমনীয় হব বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাইব, তা চলবে না। কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কি করতে পারে তা গোপালগঞ্জের ঘটনায় নিশ্চয় স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। সেজন্য যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
গতকাল সকালে শহরের আলাইপুরের জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।