পুলিশকে তথ্য দিয়ে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতেই রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে ফজলে রাব্বি সুমনকে কুপিয়ে হত্যা করেন মুন্না ওরফে পিচ্চি মুন্না। বুধবার চকবাজারের ইসলামবাগ থেকে মুন্নাকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার। তিনি জানান, ফজলে রাব্বি সুমন ও পিচ্চি মুন্না মাদক কারবারি। একই এলাকায় বসবাস করতেন তারা। মাদক কারবার নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চার মাস আগে পুলিশকে তথ্য দিয়ে পিচ্চি মুন্নাকে ধরিয়ে দেন সুমন। পরে জামিনে বেরিয়ে মুন্না প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। ২৬ জুলাই নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের পাবনা হাউস গলি এলাকায় বোনের বাসায় বেড়াতে আসেন সুমন। ওই দিন একটি অজ্ঞাত ফোনকলের সূত্র ধরে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ডেকে নেন মুন্না। সেখানেই মুন্না ও তার সহযোগীরা ধারালো চাপাতি দিয়ে সুমনকে কুপিয়ে হত্যা করেন। সুমনের বাবা মোহাম্মদপুর থানায় দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পাঁচ-ছয় জনকে আসামি করে মামলা করেন। মুন্নার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে। পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।