অভ্যন্তরীণ বাণিজ্যের আড়ালে প্রায় ৩৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডার ওয়াসিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক ছায়েদুর রহমানের নেতৃত্বে রাজধানীর মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জনতা ব্যাংকের লোকাল অফিস মতিঝিল শাখা থেকে অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের তিনটি এলসি খুলে প্রতারণা করে।