বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউনের দোসর। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউন-নমরুদের চেয়ে খারাপ। গত ১৫ বছর এ দেশের মানুষ আলেম-ওলামা মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পরে বাড়ি থেকে বের হতে পারত না। স্বাধীনভাবে ঘুরতে পারত না। ইমাম, আলেম-ওলামাদের সভা-সমাবেশ, জলসা করতে বাধা দিয়েছে। তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে। গতকাল দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার শাঁখারীপাড়া জামে মসজিদসংলগ্ন হাফেজিয়া মাদরাসা স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম ও হাফিজ উদ্দিন হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সদস্যসচিব শরিফুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আব্বাস আলী নান্নু প্রমুখ।