বাংলাদেশের সংগীতজগতের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ৭১ বছর পূর্ণ করেছেন গত ৪ সেপ্টেম্বর। ৭২ বছরে পা দিয়েছেন গীতিময় এই দিন সেই দিন চিরদিনের শিল্পী। আজও তিনি কণ্ঠে ধারণ করেন সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য-এর সুর। শ্রোতাদের ভালোবাসায় তিনি খ্যাত হয়েছেন ‘কোকিলকণ্ঠী’ হিসেবে। গতকাল এ উপলক্ষে দেশবরেণ্য এই শিল্পীকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনকে উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা প্রদান করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় বিপুল করতালির মধ্য দিয়ে সুধীজনরা বরণ করে নেন শিল্পীকে। উত্তরীয়টিতে লেখা ছিল শিল্পীর গাওয়া জনপ্রিয় সব গানের পঙক্তি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশের সাংস্কৃতিক জগতের আরেক উজ্জ্বল ব্যক্তিত্ব বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন পূর্ণ হয়ে ওঠে দেশের নানা ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তিনি আসলেই আমাদের কিংবদন্তি। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং তরুণ অধ্যাপক ছিলাম, তখন ছিল বাংলা চলচ্চিত্র, চিত্রশিল্প, সংগীত, শিল্প, সাহিত্য- সব কিছুর স্বর্ণ যুগের সূচনা। তখন সেই যুগে আমরা মুখে মুখে গুনগুন করে যে গানগুলো সব সময় আওড়াতাম, তার বেশির ভাগই সাবিনা ইয়াসমিনের গান।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আজ আমরা যে জায়গাটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে সংস্কৃতি অর্থাৎ আমরা আমাদের যে ঐশ্বর্য আছে, সেই ঐশ্বর্যকে আমরা সেলিব্রেট (উদযাপন) করতে চাই। আজ আমাদের এমন একজন সম্পদ (সাবিনা ইয়াসমিন) আছেন, তাঁকে আমরা এখানে সেলিব্রেট করছি।
এরআগে অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনকে নিয়ে নির্মিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।