জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাতীয় পার্টিও নির্বাচন চায়, কিন্তু তার আগে দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হলে দেশে সংকট আরও বাড়বে। গতকাল রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে বিজয় হওয়ায় জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বড় দলের অনেক কর্মী থাকতে পারে, কিন্তু জনসমর্থন না থাকলে নির্বাচনে কী ফল হয় সেটা ডাকসুতে আমরা প্রমাণ পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘ডাকসু নির্বাচনের ফলাফল এবং গত বছর ৫ আগস্টের গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অহংকার দম্ভ করলে কীভাবে পতন হয়, তার ফলাফল ডাকসু নির্বাচন এবং জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়ে গেছে।’
সভায় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার কেন্দ্রীয় নেতা সাহিদুর রহমান টেপা, নাসরিন জাহান রতনা, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।