ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া-মলাইশ-গাজিপুর এলাকার যুবকদের উদ্যোগে সোমবার বিকালে মলাইশ বান্নিঘাটে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। বুড্ডা নদীর ঘাট থেকে মলাইশ নদের ঘাটে প্রায় ২ কিলোমিটার এলাকায় ছিল হাজার হাজার দর্শকের ভিড়। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আয়োজক কমিটির সভাপতি মেহরাজ আহমেদ জানান, বুল্লা থেকে দুটি, এক্তারপুর থেকে একটি, ক্ষমতাপুর থেকে একটি ও বুড্ডা থেকে একটি নৌকা বাইচে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুরের নৌকা (শাপলা বয়েজ ক্লাব)। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বুল্লার ফুল ইসলাম ও বাসু মিয়ার নৌকা। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ ও শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাসুদ রানা।