দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। এবার ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৮৮৯ টাকা। এর ফলে অতীতের সব রেকর্ড ভেঙে দেশে প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। গতকাল রাতে সোনার দাম বাড়ানোর এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। গতকাল রাতে সোনার দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংস্থাটি জানায়, মঙ্গলবার (আজ) থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা; ২১ ক্যারেটের ক্ষেত্রে ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ৩১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।