দীপাবলি উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ৫০ জন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপিতে যোগ দেন তারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এম তরুণ দে, হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল, সমেন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা ’৭১ ও ২৪-কে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই। আমরা সর্বদা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। তিনি আরও বলেন, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ৯ মাস একসঙ্গে যুদ্ধ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা। কারও অবদান কম নয়। মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ৫ আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আগাতে চাই সবাই একসঙ্গে। বিএনপি মহাসচিব বলেন, বাইরের কিছু মিডিয়া ও দেশ মিথ্যা প্রচারণা করছে। আমি বর্তমান সরকারকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সংখ্যালঘুদের বিপদে না ফেলার আহ্বান জানাচ্ছি।