শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে তিন দফা দাবিতে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন খুলনার খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার থেকে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এর মধ্যে পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তারা।
দাবিগুলো হচ্ছে-পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন, নিয়োগশর্ত অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান, শিক্ষক নিয়োগ ও বিদ্যালয় পরিচালনায় ঘাটতি বাজেটের অর্থ প্রদান। এর আগে বুধবারের মধ্যে দাবি পূরণে আলটিমেটাম দেওয়া হয়। কিন্তু পদক্ষেপ না নেওয়ায় অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক-কর্মচারীরা।
জানা যায়, খুলনা সিটি করপোরেশন পরিচালিত বিদ্যালয়টি ২০২০ সালে প্রতিষ্ঠার পর স্বল্প সময়ে এলাকায় নারী শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। কিন্তু সাম্প্রতিক প্রশাসনিক জটিলতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিদ্যালয় কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।
গতকাল অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা ‘পাঠচক্র’, ‘মাধ্যমিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা’ এবং ‘বিদ্রোহী সংগীত’ পাঠ ও পরিবেশন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক ইসরাত জাহান, এস এম উজ্জ্বল, দীনেশ মল্লিক, মুকুন্দ কুমার ম ল, ফারজানা ইয়াছমিন, সুমাইয়া আক্তার সুমি প্রমুখ।