উপকূলীয় এলাকার অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। গতকাল উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে তিন মাস ধরে তাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুজ্জামান। বসুন্ধরা শুভসংঘের বোরহানউদ্দিন উপজেলার সভাপতি মো. আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিমের সঞ্চালনায় বক্তব্য দেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল, বাংলাদেশ প্রতিদিনের ভোলা প্রতিনিধি জুন্নু রায়হান, পৌরসভা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, পৌরসভা যুবদলের সদস্যসচিব আবু জাফর মৃধা, শুভসংঘের ভোলা জেলা সভাপতি মো. শাফায়েত হোসেন সিয়াম, ছাত্র প্রতিনিধি মাহফুজুর রহমান আকাশ, জুনায়েদ আহমেদ, সিয়াম প্রমুখ। সেলাই মেশিন পেয়ে নাছিমা বেগম নামে এক নারী বলেন, ‘আমার স্বামী একজন রিকশাচালক। তার আয়ের টাকায় এক ছেলে ও এক মেয়েকে পড়ালেখার পাশাপাশি সংসারের খরচ চালাতে অনেক কষ্ট হয়। বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ ও মেশিন পেয়ে আমি খুবই আনন্দিত। আমি এর মাধ্যমে বাড়তি আয় করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারব। তাই আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’ ময়না বেগম নামে আরেক নারী বলেন, ‘আমার বাবা একজন দিনমজুর। পরিবারের অভাবের কারণে পড়ালেখা করতে পারিনি। ছোটবেলা থেকেই সংসারে অভাব দেখে আসছি। বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেয়ে আশা করছি পরিবারের অভাব দূর করতে পারব। আর যারা আমাদের জন্য এ সুযোগ তৈরি করে দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুজ্জামান বলেন, দেশের উন্নয়নের মূল শর্ত হচ্ছে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করে তোলা। এ লক্ষ্যে সরকারের বেশ কিছু কার্যক্রম রয়েছে। সরকারের পাশাপাশি দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এই কাজটি করায় তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে একজন নারী স্বাবলম্বী হলে একটি পরিবার স্বাবলম্বী হয়, একটি পরিবার স্বাবলম্বী হলে একটি উপজেলা স্বাবলম্বী হয়। আর এভাবেই একটি দেশ জাতি স্বাবলম্বী হয়ে ওঠে। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বোরহানউদ্দিন উপজেলায় ১৫ জন নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে। এতে পরিবারগুলো স্বাবলম্বী হয়ে উঠবে। তিনি আরও বলেন, একজন মানুষকে স্বাবলম্বী করতে হলে প্রথমে তাকে যে কোনো কাজের ওপর প্রশিক্ষণ দিতে হয়। আর প্রশিক্ষণের পাশাপাশি তাকে সাপোর্ট দিতে হয়। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই যে তারা যথাযথভাবেই ওই কাজটি করেছে। অসচ্ছল নারীদের তিন মাস প্রশিক্ষণ দিয়েছে। তারপর তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন উপহার দিয়েছে। গ্রামীণ অসচ্ছল নারীরা এই সেলাই মেশিন দিয়ে নিজেদের পরিবারকে স্বাবলম্বী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।