বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি এখন থেকে জনগণের কাছে এবং ব্যবসায়ীদের কাছে ছুটে যাবে। রাজনীতি আর আগের মতো চলবে না। গতকাল বিকালে ফরিদপুর সদর উপজেলার হলরুমে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনীতি আর আগের মতো চলবে না। আমরা এবার যাদের সমস্যা তাদের কাছে ছুটে যাব। আর এ কারণেই প্রতিটি বিভাগে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে কথা বলছি।’ তিনি জানান, বিএনপি আর মেগা প্রজেক্টের দিকে যাবে না, বরং জনগণকে নিজ এলাকায় বসে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবে। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক সুফল যেন শুধু ঢাকা বা চট্টগ্রামকেন্দ্রিক কিছু গোষ্ঠীর কাছে পুঞ্জীভূত না থাকে, সেজন্য বিএনপির নতুন স্লোগান হলো তারেক রহমানের অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করা। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করতে হবে। একটা লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে হবে, যে অর্থনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারবে।
ব্যবসাবান্ধব দেশ গড়তে নীতির পরিবর্তনের ওপর জোর দিয়ে আমীর খসরু বলেন, আগামী দিনের বাংলাদেশে আমরা যে পরিবর্তনের কথা বলছি, তা আমূল পরিবর্তন, ছোটখাটো কোনো পরিবর্তন নয়। এ পরিবর্তনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ব্যবসা ও বিনিয়োগের জটিলতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, একটি ব্যবসা করতে গেলে ১৯টি পারমিশনের প্রয়োজন হয়। সেই ১৯টি পারমিশন নিতে একজন ব্যবসায়ীর ছয় মাস থেকে এক বছর কেটে যায়। এরপর কেউ কি এ দেশে এসে ব্যবসা করবে?