চলতি সপ্তাহের প্রথম চার দিনের লেনদেনে সূচকের বড় উত্থান দেখা গেছে। তবে সপ্তাহের শেষ দিনে এসে দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩২ পয়েন্ট। তার আগের চার দিনে সূচক বেড়েছে ১৯৮ পয়েন্ট। ডিএসইতে শেষ দিনে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ১০৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ২৩৮টির। আর ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩২ কমে ৪৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। টাকার পরিমাণে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যার পরিমাণ আগের দিন ছিল ৪২০ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৮৬ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানির শেয়ার। ৮৫ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৯১ টাকা ৮০ পয়সায় কোম্পানিটির ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৪২ লাখ টাকার। ১৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে স্কয়ার ফার্মা তৃতীয় স্থানে ছিল।
অন্যদিকে সিএসইতে ৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৭ কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ২৫টির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৪২ পয়েন্টে। আগের দিন সিএসইতে ৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়েছিল।