বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। চীনের সীমান্ত ছাড়িয়ে এরইমধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এদিকে, করোনাভাইরাস মোকাবিলায় ভিয়েতনাম অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। দেশটিতে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তারা সবাই সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিয়েতনামে করোনাভাইরাসে আক্রান্ত ১৬ জন রোগী ছিলেন। তারা এখন সুস্থ। এমনকি নতুন করে দেশটিতে আর কেউ এ সংক্রমণে আক্রান্তও হয়নি।
চীনের সীমান্ত ছাড়িয়ে করোনাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে! শ্বাস-প্রশ্বাস, খাবার এমনকি হ্যান্ডশেক করার মাধ্যমেও দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। এই ভাইরাস ঠেকাতে এখনও কোনো টিকা বা চিকিৎসা আবিস্কৃত হয়নি। প্রচলিত ব্যবস্থাতেই চলছে রোগীদের চিকিৎসা।
বিডি প্রতিদিন/এ মজুমদার