করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। তবে এখনও পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই নিয়ন্ত্রণ ধরে রাখতে ইরানের ওপর নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।
ইরানে গত কয়েকদিনে হঠাৎ করেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫৯৩ জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে, মারা গেছেন ৪৩ জন। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, ইরানে দুই শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্থানীয় সময় শনিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এটা কঠিন ছিল, তবুও অনেক উন্নতি হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের দেশ সম্পূর্ণ প্রস্তুত।’
এদিন ইরানের পাশাপাশি মার্কিন নাগরিকদের দক্ষিণ কোরিয়া ও ইতালিতেও ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া মেক্সিকো সীমান্তেও নতুন করে কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
বিডি প্রতিদিন/হিমেল