যত দিন যাচ্ছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ততই বাড়ছে। এখনো এই ভাইরাস মোকাবেলা করতে পারছে না বিশ্ববাসী। এবার দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে আরও পাঁচজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬ জন। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, সোমবার পর্যন্ত চীনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে কোভিড-১৯ রোগে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার নয়শ' ১২ জনে। আর বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ