চীনের বাইরে ইরানে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেশি। ইরানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত ৫৪ জন। যা চীনের বাইরে সর্বোচ্চ। তবে করোনায় মৃত্যু ৫৪ না ৩০০? সংখ্যাটা আসলে কত, তা নিয়ে দ্বন্দ্বে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
এদিকে, মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) নামে আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা মারা গেছেন। তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোমবার রাষ্ট্রীয় বেতারের এক প্রতিবেদনে খামেনির শীর্ষ ওই উপদেষ্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির সংসদ সদস্য মোহাম্মদ আলী রমজানি দস্তক মারা যান।
দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সবসময় পরামর্শ দেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। এই ভাইরাসে আক্রান্ত অন্তত ৫৯টি দেশ। এ ভাইরাসে চীনে এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৯১২ জন। আর বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন