প্রাণঘাতী করোনাভাইরাস ছড়ানো প্রতিরোধে ম্যাচের পূর্বে খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের ক্যান্ডশেক করায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
সরকার করোনাভাইরাস প্রতিরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর পরই এ ঘোষণা দিল তারা। তাতে বলা হয়েছে, ম্যাচ শুরুর আগে উভয় দল আগের মতোই কাতারে দাঁড়াবে। তবে স্বাগতিক দলের খেলোয়াড়রা অতিথি দলের সামনে নিয়ে হেঁটে যাওয়ার সময় হ্যান্ডশেক করতে পারবে না।
বিবিসি জানিয়েছে, বিশ্বের ৮৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আক্রান্ত রোগীর সংখ্যা ৯০ হাজারের বেশি।
শুক্রবার প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “ডাক্তারি পরামর্শ অনুযায়ী এই সপ্তাহ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে ফেয়ার-প্লে হ্যান্ডশেক হবে না।”
“করোনাভাইরাস সর্দির মাধ্যমে নাক-মুখ থেকে হাতে লাগার পর হ্যান্ডশেকে ছড়িয়ে যেতে পারে।”
বিডি প্রতিদিন/কালাম