চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। ইউরোপের দেশ ফ্রান্সে ইতিমধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে। ফ্রান্সে নতুন করে ১৩৮ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সব মিলিয়ে এ পর্যন্ত দেশটিতে ৪২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন মারা গেছে।
ভয়ঙ্কর এ ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর ফ্রান্সে অনেক জায়গায় মাস্ক সংকট দেখা দিয়েছে। কয়েকটি জায়গায় মাস্ক ডাকাতি বা চুরির ঘটনাও ঘটছে। সবশেষ ফ্রান্সের একটি হাসপাতাল থেকে দুই হাজার মাস্ক চুরির ঘটনা ঘটেছে।
দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ের একটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। চুরি যাওয়া মাস্কগুলো সার্জিক্যাল (অস্ত্রোপচার) মাস্ক ছিল বলে জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
মার্সেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি যাওয়া মাস্কগুলো কেবল হাসপাতালের স্টাফ ও অস্ত্রোপচার হতে যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য রাখা হয়েছিল।
এদিকে, ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ফ্রান্সে জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বিদেশ সফরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বিশ্বের অন্যতম প্রসিদ্ধ "ল্যুভরে মিউজিয়াম"। চার দেওয়ালের মধ্যে পাঁচ হাজারের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
করোনাভাইরাসে ক্রমবর্ধমান পরিস্থিতিতে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভারান নাগরিকদের ‘লা বাইস’ বন্ধ করার পরামর্শ দিয়েছেন। এটি বন্ধুবান্ধব ও আত্মীয়দের মধ্যে চুম্বনের মাধ্যমে শুভেচ্ছা জানানোর একটি রীতি। সেখান থেকেও এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই বাড়তি সতর্কতা হিসেবে চুম্বন না করার কথা বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব