নভেল করোনাভাইরাসে ইতালিতে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে। আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার মানুষ। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিসহ আতঙ্কিত স্থানীয়রাও।
জানা গেছে, ইতালি সরকার সবগুলো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় আগামী ১৫ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ৬৫ বছরের অধিক বয়স্ক এবং শিশুদের বাসায় থাকার জন্যে জানিয়েছেন।
ট্যুরিজম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই পর্যন্ত ইতালিতে ক্ষতির পরিমাণ প্রায় সাত বিলিয়ন ইউরো। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তথ্য দেয়া হয়েছে উত্তর ইতালির ৭০ ভাগ ছোট ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। এ জন্য বৃদ্ধ ও শিশুদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক