মাঝে একটি কাঁচের জানালা। দু'জনেই দু'জনের একান্ত আপনজন। কিন্তু আজ দু’প্রান্তে দাঁড়িয়ে পরস্পরকে দেখতে বা কথা বলতে হচ্ছে। কাচের জানলার ওপাশে যাওয়ার উপায় নেই। গায়ে নিঃশ্বাস ফেললেও তা অন্যজনের জন্য ক্ষতিকর।
গল্পটি ওয়াশিংটনের কার্কল্যান্ডের এক বৃদ্ধ দম্পতির। জিন ক্যাম্পবেল নোভেল করোনাভাইরাসে আক্রান্ত। কার্কল্যান্ডের লাইফ কেয়ার সেন্টারের আইসোলেশনে আটক। তার স্ত্রী ডরোথি ক্যাম্পবেল তাই জানালা পার হয়ে স্বামীর কাছে যেতে পারছেন না। একই দশা জিনেরও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হতেই নেটিজেনরা শেয়ার করতে শুরু করে দিয়েছেন ছবিটি।
সারা বিশ্বজুড়ে করোনা আতঙ্কে মানুষ কাঁপছে। চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। ৩,৩৫০ জন প্রাণ হারিয়েছেন এখনও পর্যন্ত। একের পর এক খারাপ খবর আসছে সারা পৃথিবী থেকে। তারই মধ্যে জিন ও ডরোথির এই ছবি ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়।
কেউ লিখলেন, ‘আমি তাদের জন্য প্রার্থনা করব।’ কেউ লিখলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আশা করি দু’জনেই যেন ভাল থাকেন।’ এতবছর জীবন সংগ্রামে পরস্পরকে শক্তি জুগিয়েছেন। শেষ বয়সের এই যুদ্ধও যে এই দুই বৃদ্ধ-বৃদ্ধা জিতে ফের একসঙ্গে মিলিত হতে পারবেন, সেই আশায় নেটিজেনদের সঙ্গে আমরাও।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ