করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঝুঁকি নিচ্ছেন না কেউ। সভা-সমাবেশ বন্ধ, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রতিষেধক কিনতে গিয়ে দোকানে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে। সংক্রমণ এড়াতে গিয়ে ভুল করে এবার ২৮ হাজার চীনা মুদ্রা পুড়িয়ে ফেলেছেন এক নারী।
নোটের মাধ্যমে যাতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সে জন্য নোট জীবাণুমুক্ত করতে উদ্যত হয়েছিলেন। সেই কাজ করতে গিয়ে ওই চীনা নারী পুড়িয়ে ফেলেছেন তার বিশাল অঙ্কের অর্থ।
আন্ট লি নামের ওই নারী থাকেন চিনের জিয়াংশু প্রদেশের জিয়াংয়িন প্রদেশে। চীনের সিআইটিআইসি ব্যাঙ্কের শাখা থেকে নোটগুলি তুলে এনেছিলেন তিনি। তারপরই তা জীবাণুমুক্ত করতে মাইক্রোওয়েভে ভরেছিলেন। তা করতে গিয়েই পুড়ে গিয়েছে ওই নোটগুলি।
বিডি প্রতিদিন/ফারজানা