মহামারী করোনাভাইরাসের কারণে নাগরিকদের জনসমাবেশ এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে বিশ্বের অধিকাংশ দেশের সরকার। কভিড-১৯ নামের এ ভাইরাসে আজ শনিবার পর্যন্ত ১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩০৭০ জন। করোনাভীতিতে বিশ্ব পর্যটন খাতেও ধাক্কা লেগেছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলি এখন পর্যটকশূন্য। জাপানের চেরি ফুলের অপরূপ সমারোহ দেখতে এখন আর পর্যটকের ভিড় নেই। বন্ধ করে দেয়া হয়েছে হংকং ও সাংহাইয়ের ডিজনি পার্কসহ বিখ্যাত অনেক জায়গা। লন্ডনের বই মেলা, ভেনিসের স্থাপত্য সম্মেলন বাতিল হয়ে গেছে। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানে চান্দ্রবর্ষের নানা আয়োজনও বাতিল হয়ে গেছে।
জাপানের কিয়োটো থেকে শুরু করে ইতালির ভেনিসসহ যেসব স্থানে লোকে লোকারণ্য থাকতো সেসব জায়গায় এখন সুনসান নীরবতা। সংক্রমণের ভয়ে মানুষ এখন একে অন্যকে এড়িয়ে চলছে। বেশিরভাগ মানুষই ঘরের ভেতরেই থাকছেন ভ্রমণের পরিকল্পনা বাদ দিয়ে। ফলে বিমান ও হোটেল সংস্থাগুলোও এখন ক্ষতির সম্মুখীন। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা