চীন থেকে দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আক্রান্ত দেশের তালিকায় রয়েছে এশিয়ার অন্যতম বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতও। এরই মধ্যে ভারতে ৩১ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদফতর।
আক্রান্তের সংখ্যা যাই হোক আতঙ্কে ভারতের বাজারে স্যানিটাইজার থেকে মাস্ক, সবকিছুরই চাহিদা এখন তুঙ্গে। এই অবস্থায় অযথা আতঙ্কিত না হতে ভারতের সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার এক ভিডিও কনফারেন্সে ভারতীয় ওষুধ পরিযোজনা কেন্দ্রের সঙ্গে কথা বলেন মোদি। এ সময় তিনি গুজব না ছড়াতে এবং গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেন।
মোদি বলেন, এ রকম সময়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই আপনাকে বলবে, এটা খাবেন না, ওটা করবেন না। প্রতিদিন নতুন নতুন উপদেশ আপনি শুনতে পাবেন। কেউ বলবে এটা খেলে করোনাভাইরাস সেরে যায়। এ ধরনের গুজব থেকে দূরে থাকুন।
তিনি আরও বলেন, যাই করুন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন-এমন ব্যক্তিদের বাড়ির লোকেরাও সাবধানে থাকুন। মাস্ক ও গ্লাভস পরে থাকুন অবশ্যই এবং ভিড়ের জায়গা এড়িয়ে চলুন।
বিডি প্রতিদিন/কালাম