ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার এক আইনপ্রণেতা মারা গেছেন। দেশটিতে ছড়িয়ে পড়া মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও অনেক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ কথা জানায়। খবর এএফপি’র।
বার্তা সংস্থা আরও জানায়, ৫৫ বছর বয়সী ফাতেমাহ রাহবার একটি রক্ষণশীল দলের পার্লামেন্ট সদস্য ছিলেন। তিনি সম্প্রতি রাজধানী তেহরান থেকে নির্বাচিত হয়েছিলেন।
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনি হলেন দ্বিতীয় আইনপ্রণেতা। দেশটিতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে সাতজন রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এটি প্রথম ইরানে ছড়ায়।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে ইরান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানে করোনাভাইরাসে এ পর্যন্ত ৪ হাজার ৭৪৭ জন আক্রান্ত হয়েছেন ও কমপক্ষে ১২৪ জন মারা গেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম