সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে একটি হাসপাতালে ভর্তি প্রবাস ফেরত যুবকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েনি। ঢাকায় পরীক্ষাগারে তার সকল রিপোর্ট বের হয়েছে বলে জানা গেছে। এতে তার শরীরে করোনা ভাইরাস নেই বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র। আগামীকাল রবিবার সিলেটে আনুষ্ঠানিক এই রিপোর্ট যাবে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
শনিবার বিকেলে সিভিল সার্জন এই প্রতিবেদক বলেন, কানাইঘাটের ওই যুবকের অবস্থা আগের চাইতে একটু ভালো। সে এখন আর ঘন ঘন কাশি নেই এবং জ্বরের মাত্রাও একটু কম। তিনি বলেন, বৃহস্পতিবার তার রক্ত সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার রাতে সিলেটের একটি উপজেলার দুবাই ফেরত এক যুবক ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে যান। তিনি সর্দি-জ্বর, কাশি ও শাসকষ্ট রোগে ভুগছিলেন। করোনা আক্রান্তের লক্ষণের সঙ্গে কিছু মিল থাকায় তাকে অন্য একটি হাসপাতালের কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার আইইডিসিআর থেকে একদল প্রতিনিধি এসে তার রক্তের নমুনা সংগ্রহ পরীক্ষার জন্য নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/মাহবুব