চীনে কমতে শুরু করেছে করোনাভাইরাসের প্রকোপ। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা করতে বিভিন্ন কারখানায় উৎপাদনে ফিরছে চীন।
এরই মধ্যে নিজেদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন চীনের শ্রমিকরা। তবে এখনও স্বাভাবিকে ফিরতে সময় লাগবে। কেননা, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে চীন।
কারখানায় শ্রমিকদের ফেরাতে অগ্রিম বেতন পরিশোধও করছে কোনও কোনও প্রতিষ্ঠান।
এমনই একটি প্রতিষ্ঠান ‘রেল্ক্স’। এটি একটি ব্রিটিশ কোম্পানি, যেখানে সায়েন্টিফিক, টেকনিক্যাল ও মেডিকেলের বিভিন্ন সরঞ্জামাদি তৈরি করা হয়।
কোম্পানিটি শ্রমিকদের বেতনের ২০ শতাংশ অগ্রিম প্রদান করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘রেল্ক্স’- এর প্রধান নির্বাহী কেট অং।
তিনি বলেন, “করোনাভাইরাস উৎপাদনে অনেক প্রভাব ফেলেছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে উৎপাদন কমপক্ষে ১৫ দিন পিছিয়ে গেছে। কেননা, ভাইরাসের কারণে কর্মীদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। তাই তারা কারখানায় আসতে পারেনি।”
তিনি বলেন, ‘রেল্ক্স’- এর কিছু সরবরাহকারী প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে। সুতরাং তাদের পরিবর্তে নতুন কর্মী নিয়োগ দিতে হবে। এসব প্রতিবন্দকতা স্বত্তেও কারখানার উৎপাদন শিগগিরই পুরোদমে ফিরবে বলে আশাবাদী কেট অং। সূত্র: স্কাই নিউজ
বিডি প্রতিদিন/কালাম