চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় ৪ হাজার ২০০ জনের। আক্রান্তের সংখ্যা ১ লাখেরও বেশি।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নতুন করে তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭২ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, কুয়েতের গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি ২০২০ থেকে এখন পর্যন্ত যে সকল প্রবাসী কুয়েতে প্রবেশ করেছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আহ্বান জানিয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির সেবা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আব্দুল আজিজ আল তাশা কুয়েত নিউজ এজেন্সির কাছে এক বিবৃতিতে জানান, করোনা প্রতিরোধে প্রতিদিনের ভিত্তিতে পরীক্ষার জন্য লোকদের ভর্তি করবে।
সিভিল কার্ডের (আবাসন) ঠিকানা অনুসারে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোসরেফ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা গ্রাউন্ডে ছয় নং হলে সিভিল আইডি এবং পাসপোর্ট সাথে নিয়ে বাধ্যতামূলক উপস্থিত হতে বলা হয়েছে।
যাদের সিভিল আইডিতে ঠিকানা আল-জহরা গভর্নরেটের বাসিন্দা তারা ১২ মার্চ (বৃহস্পতিবার), মোবারক আল-কাবীর গভর্নরেটের বাসিন্দাদের জন্য ১৩ মার্চ (শুক্রবার), আল ফারওয়ানিয়া গভর্নরেটের বাসিন্দাদের জন্য ১৪ মার্চ (শনিবার), হাওয়াল্লি গভর্নরেটের বাসিন্দাদের জন্য ১৫ মার্চ (রবিবার), আল আহমদী গভর্নরেটের বাসিন্দাদের জন্য ১৬ মার্চ (সোমবার) এবং আল আসমা (সিটি) গভর্নরেটের বাসিন্দাদের জন্য ১৭ মার্চ (মঙ্গলবার) নির্ধারণ করা হয়েছে।
আইনগত জবাবদিহিতা এড়াতে যথা সময়ে ২৭ ফেব্রুয়ারির পরে কুয়েতে আগত সকল দেশের প্রবাসীদের উপস্থিত হতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন