কভিড-১৯ নামের মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইউরোপের ওপর ৩০ দিনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দেন।
ট্রাম্প বলেছেন, তিনি শক্তিশালী ও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন যাতে করে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাস প্রবেশ করতে না পারে। সমগ্র ইউরোপের ওপর নিষেধাজ্ঞা দিলেও ব্রিটেনের ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন ট্রাম্প।
ওভাল অফিসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প করোনাভাইরাসকে ভয়ঙ্কর সংক্রমণ বলে অভিহিত করেন। ইউরোপ করোনা সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের মতো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। সূত্র: নিউ ইয়র্ক টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা