ইউরোপের সাগর কন্যা ও পর্যটন নির্ভর দেশ পর্তুগালে ক্রমেই বাড়ছে (কোভিড -১৯) করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার রাত পর্যন্ত এই রোগের সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। বুধবার একদিনেই রেকর্ড ১৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার রাত ১০টায় পর্তুগালের স্বাস্থ্য অধিদফতর-জেনারেল ফর হেলথ (ডিজিএস) জানান, বুধবার ৪৭১ জন সন্দেহভাজনসহ ৩০৬৬ জনকে পর্তুগালের বিভিন্ন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত রবিবার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রিবেলো ডি সুজাকে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে নেওয়ার পর থেকেই দেশটির জন সাধারণের মাঝে বাড়ছে কোভিড -১৯ এর আতঙ্ক। যার প্রভাব পর্তুগালের পোর্তো, লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও লক্ষ্য করা গেছে।
এদিকে করোনা ভাইরাসের প্রভাব ঠেকাতে বুধবার থেকে পর্তুগালের পোর্তো, গিমারেশ, ভিলা দো নোভা, ব্রাগা, ব্রাগানজাসহ উত্তরাঞ্চলের জেলা সমূহের জিম, গ্রন্থাগার, সিনেমা হল সমূহ বন্ধ রাখাসহ পর্তুগালের সকল কলেজ আগামী ৯ এপ্রিল এবং বিশ্ববিদ্যালয়সমূহ ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, পর্তুগাল বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অধিকাংশই পর্যটন নির্ভর ব্যবসার সঙ্গে জড়িত। করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়া এবং পর্যটন কমে যাওয়াই এখান কার পর্যটন ভিওিক প্রবাসী ব্যবসায়ীরা পড়ছেন মারাত্বক ক্ষতির সম্মুখীন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম