চীনের সীমানা পেরিয়ে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে নোভেল করোনাভাইরাস। মহামারী এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সমস্ত ট্যুরিস্ট ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
বলা হয়েছে, 'আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করা হল। কূটনীতিক এবং জাতিসংঘ বা আন্তর্জাতিক সংগঠনগুলোর কর্মকর্তাদের ক্ষেত্রে এই পদক্ষেপ কার্যকর নয়।' ভারতীয় সময় আগামী ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এদিকে, গত ১৫ ফেব্রুয়ারির পরে চীন, ইতালি, কোরিয়া, ফ্রান্স, স্পেন এবং জার্মানি থেকে ফিরেছেন বা এই সমস্ত দেশে যা গিয়েছিলেন তাদের কোয়ারেনটাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তাদের অন্তত ১৪ দিন কোয়ারেনটাইনে রাখা হবে বলে এ দিন ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ