ভয়াবহ রূপ নেয়া করোনাভাইরাস বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে। বাদ নেই পাকিস্তানও। সম্প্রতি পাকিস্তানের ১৪ বছরের এক কিশোরের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০ জনে পৌঁছেছে।
দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অফিসার জামান শাহ জানিয়েছেন, ওই কিশোরকে ইতিমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে। সে তার মায়ের সঙ্গে ২৫ ফেব্রুয়ারি ইরান থেকে দেশে ফিরেছিল। পাকিস্তানে আক্রান্ত ২০ জনের বেশীরভাগই সিন্ধু প্রদেশ এলাকার বলে জানা গেছে।
তবে দেশটির ড. জাফর মির্জা জানিয়েছেন, এই নিয়ে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ভাইরাসকে প্রতিহত করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি টুইট করেন।
পাশাপাশি তিনি জানিয়েছেন, সাবধানে থাকলে এই ভাইরাসকে প্রতিহত করা সম্ভব। যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা সকলেই বাইরে থেকে এসেছেন বলেও নিজের টুইটারে লিখেছেন তিনি।
করাচি বিমানবন্দরে কড়া সতর্কতা রাখা হয়েছে। যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন সিভিল এভিয়েশন অথোরিটির মুখপাত্র আব্দুস সাত্তার খকার। সন্দেহভাজন রোগীদের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের আইসলেশনে রাখা হয়েছিল বলে খকার জানিয়েছেন।
তিনি বলেছিলেন, যে সিওভিআইডি ১৯ এর কোনো লক্ষণের পরীক্ষা করার জন্য বিমান নিয়ন্ত্রণের সমস্ত কর্মীদের স্ক্রিন করার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে সিন্ধু প্রদেশের সরকারি মুখপাত্র মুরতাজা ওয়াহাব জানিয়েছেন, এই ভাইরাস প্রতিহত করার জন্য প্রধানমন্ত্রীকে আরও কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম