ইউরোপের ২৬টি দেশের ওপর ৩০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের বিষয়ে জানতেন না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে কর্মরত ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিকরা। তাদের দাবি, গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করে আসছিলেন তারা। কিন্তু এমন কঠিন সিদ্ধান্ত যে নেয়া হচ্ছে তার বিষয়ে বিন্দুবিসর্গ জানতে পারেননি।
বুধবার রাতে ওভাল অফিসে ইউরোপের ওপর ৩০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে ট্রাম্প বলেন, করোনা ঠেকাতে যুক্তরাষ্ট্রের মতো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইউরোপ। করোনা যাতে নতুন করে প্রবেশ করতে না পারে তার জন্য প্রয়োজনীয় অথচ কঠিন সব পদক্ষেপ নেবেন তিনি।
নতুন এ মার্কিন নিষেধাজ্ঞার বাইরে থাকছে ব্রিটেন। এতে ক্ষোভ প্রকাশ করে বেলজিয়ামের রাষ্ট্রদূত বলেন, আমরা ধারণা করেছিলাম ভ্রমণ বিষয়ে নতুন কোনো নির্দেশনা আসতে পারে। কিন্তু সেই সিদ্ধান্ত এতটা নির্বিচারে নেয়া হবে বুঝতে পারিনি। আর এ নিষেধাজ্ঞা থেকে ব্রিটেনকে বাইরের রাখার যুক্তিও বুঝতে পারিনি।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা