করোনাভাইরাসের ভয়াবহতা দেখে অনিশ্চয়তা দেখা দিয়ে অলিম্পিক নিয়ে। তবে টোকিও'র সংগঠকেরা পিছিয়ে আসতে নারাজ। সংগঠক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি জানিয়েছেন, অলিম্পিক নির্ধারিত সময়েই শুরু হবে। তবে তিনি স্বীকার করেছে, করোনাভাইরাস যে ভাবে ছড়িয়ে পড়ছে, তাতে তারা চিন্তিত।
টোকিও অলিম্পিকের এগজিকিউটিভ বোর্ডের এক সদস্য পরামর্শ দিয়েছেন, অলিম্পিক দু’বছরের জন্য পিছিয়ে দিলেই সব চেয়ে ভাল হবে।
তিনি আরও জানিয়েছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গ্যানাইজেশনের (ডব্লিউএইচও) সঙ্গে নিয়ামক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কথা বলছে। টোকিওর সংগঠকেরা খুব শীঘ্রই এ ব্যাপারে তাদের মতামত জানাবে। তবে মোরি এমন মন্তব্য খুব তড়িঘড়িভাবে করতে বাধ্য হলেন কি না, সেই প্রশ্ন উঠছে। কারণ, এ দিনই তাদের এগজিকিউটিভ বোর্ডের এক সদস্য সতর্কবার্তা জারি করেন যে, অলিম্পিক পিছিয়ে দেওয়াই ঠিক হবে। তাতে নতুন করে বিতর্ক শুরু হয়ে যায়। এর আগে জাপানের এক মন্ত্রীও মন্তব্য করেছিলেন যে, অলিম্পিক পিছিয়ে যেতে পারে। মোরি যদিও বলেছেন, ‘‘এভাবে এক বা দু’বছরের জন্য গেমস পিছিয়ে দেওয়া যায় না। আমার মনে হয়, মন্তব্যটি ঠিক ভাবে করা হয়নি।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ